অন্তর্বর্তীকালীন সরকারের চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পদত্যাগের দাবিতে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল

অন্তর্বর্তীকালীন সরকারের চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পদত্যাগের দাবিতে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল

সত্যের খোঁজে আমরা

ইউসুফ আলী, খাগড়াছড়ি প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পদত্যাগের দাবিতে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২ ঘটিকার সময় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাটিরাঙ্গা উপজেলা শাখা ।

সম্প্রতি খাগড়াছড়ি জেলা সফরে এসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সুশীল সমাজের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পাহাড়ে বসবাসরত বাঙ্গালিদের অ-পাহাড়ি বলে আখ্যায়িত করেন।

পাহাড়ে বসবাসরত বাঙ্গালিরা তার এ বক্তব্যকে অনভিপ্রেত ও ষড়যন্ত্রের অংশ হিসেবে বিবেচনা করছেন। ফলে এ অঞ্চলের হিন্দু-মুসলিম বড়ুয়া সহ সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়।

ছাত্রনেতা মো. ফয়েজ উল্লাহ’র নেতৃত্বে মাটিরাঙ্গা উপজেলা সদরে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা ও অংশ গ্রহণ করে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *