দিনাজপুর প্রতিনিধ
মোঃওয়াজ কুরনী
।দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে হালিতে ২ টাকা। একসপ্তাহ আগে গত রোববার (আগস্ট) প্রতিহালি ডিম ৫০ টাকা করে বিক্রি হয়েছে। আর ১ সেপ্টেম্বর বিক্রি হচ্ছে ৫২ টাকা হালিতে দরে। ক্রেতারা বলছেন, একমাসে আগে প্রতিহালি ডিমের দাম ছিল ৪৮ টাকা ছিল। এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা। অথচ আজ বিক্রি হচ্ছে ৫২ টাকা দরে। প্রতিদিন বাড়ছে ডিমের দাম।
এদিকে বিক্রেতারা বলছেন, আগে মোকাম থেকে ৪৬ থেকে ৪৮ টাকা হালি দরে ডিম কিনে আমরা ৫০ টাকা হালি দরে বিক্রি করি। বর্তমানে মোকামেই কিনতে পড়ছে ৫০ টাকা হালি। তার সঙ্গে আছে পরিবহন খরচসহ অন্যান্য খরচ। সবমিলিয়ে হিলিতে আনতে এক হালি ডিমের দাম ৫১ টাকা পড়ছে। আর বিক্রি করছি ৫২ টাকা হালি দরে।
রোববার (১ সেপ্টেম্বর) হিলিতে ডিম কিনতে আসা মো. আরাফাত আলী বলেন, ‘ডিমের দাম প্রতিদিনই বাড়ছে। একমাসে আগে প্রতি হালি ডিম ৪৬ থেকে ৪৮ টাকা দরে কিনেছি। বাড়তে বাড়তে ৫০ থেকে আজ ৫২ টাকা হালি দরে কিনতে হচ্ছে।’
আরেক ক্রেতা মো. গোলাম রববানী বলেন, ‘আমাকে প্রতি সপ্তাহে ডিম কিনতে হয়। আমি ৩০টি করে ডিম কিনি। গেলো রোববার ৩০টি ডিম কিনেছি ৩৪০ টাকায়। আর আজ কিনলাম ৩৭৫ টাকায়।’
হিলিবাজারের ডিমবিক্রেতা মো. সিদ্দিক হোসেন বলেন, ‘আমরা রংপুর ও কুড়িগ্রাম থেকে পাইকারি ডিম কিনে নিয়ে এসে হিলিতে খুচরা বিক্রি করি। মোকামেই বেড়েছে ডিমের দাম। একমাস আগে ৩২০ টাকায় ৩০টি ডিম কিনে এনে ৩৪০ টাকা বিক্রি করেছি। কিন্তু এই সপ্তাহে মোকামেই কিনতে পড়েছে ৩০টি টিম কিনতে পড়েছে ৩৫০ থেকে ৩৬০ টাকা। এরসঙ্গে পরিবহন খরচ দিয়ে হিলিতে আসা পর্যন্ত ৩৬৫ টাকা পড়ে যায়। আর বিক্রি করছি ৩৭০ টাকায়।’