খাগড়াছড়ি প্রতিনিধি:
বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর)
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে পৌর প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকাল ১১টায় খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে নব-নিযুক্ত খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের সঙ্গে জরুরি মতবিনিময় সভার আয়োজন করেন।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নিয়োগ প্রাপ্ত খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীকে অপসারণ করে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে পৌর প্রশাসক নিয়োগ করা হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ।
পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে সাংবাদিকরা আলোচনা করেন।
এসময় দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,
সরকারের মুল উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যাণ করা। শহরের লাইসেন্সবিহীন ব্যাটারী চালিত টমটম চালকদের লাইসেন্স এর আওতায় আনা হবে। অনুমোদন বিহীন বহুতল ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে,
বন্যার কবল থেকে রেহাই পেতে রাস্তাঘাট, নদী-খাল ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে প্রতি গুরুত্ব দেওয়া সহ শহরের প্রবেশ পথে জিরো মাইল এলাকা পার হয়ে ময়লাটিলার ময়লার ভাগাড় স্হরান্তে কার্যকরী পদক্ষেপ,
বাজারের দু’পাশে দোকানিরা নানাবিধ পসরা সাজিয়ে বসে যানজটের সৃষ্টি করা সহ, পৌর শহরকে যানজটমুক্ত ও নিরাপদ শহরে রুপান্তররিত করতে আমরা বদ্ধপরিকর।
এজন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য ও প্রয়োজন বলে মনে করছি।