ঘোড়াঘাটে থেকে থাকা ট্রাকে গাছের গুঁড়ি বোঝাই ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, আহত ১

ঘোড়াঘাটে থেকে থাকা ট্রাকে গাছের গুঁড়ি বোঝাই ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ধারে থেমে থাকা একটি ট্রাকের পেছনে গাছের গুঁড়ি ও খড়ি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চালক সহকারী (হেলপার) নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একই ট্রাকের চালক।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত হেলপার হলেন শ্রী সৌরভ পাহান (২২)। সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের শরিপদ পাহানের ছেলে। অপরদিকে আহত ট্রাক চালক হাফিজুল ইসলাম নওগাঁ সদর উপজেলার রজতপুর গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে। গুরুতর আহত ট্রাক চালক হাফিজুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানান, ভোর বেলা দিনাজপুরমুখী একটি ট্রাক কানাগাড়ী বাজারের পাশে থেমে ছিল। একই সময় ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী গাছের গুঁড়ি ও খড়ি বোঝাই অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৮২৯২) থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমরে মুচরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় চালক ও হেলপারকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের হেলপার সৌরভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *