ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার
রূপগঞ্জে ৪৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঈদ করবে নিজ ঘরে
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ও গৃহ প্রদান করেছেন ভূমিহীন ও গৃহহীন ৪৯ টি পরিবার পবিত্র ঈদ-উল ফিতরে নিজ ঘরে ঈদ করতে পারবে। গতকাল মঙ্গলবার (২৬-এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার ৪৯ টি গৃহহীন পরিবারের মাঝে এ জমি ও গৃহের চাবী প্রদান করেন। এসময় প্রত্যেকটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, প্রস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইন্সপেক্টর হযরত আলী প্রমুখ। ঈদের ঘরে পেয়ে ঘর পাওয়া সবার মুখেই ফুটেছে হাসি। ঘর পাওয়া পরিবার গুলো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছেন। আমরা ঈদের আগে ঘর পেয়ে অনেক বেশি খুশি। পরিবার পরিজন নিয়ে নিজ ঘরে ঈদ করতে পারব।
তারিখ :-২৬/০৪/২২ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি