আদালতের নির্দেশে ১ মাস ৫ দিন পর হিলিতে কবর থেকে নিহত সূর্যের লাশ উত্তোলন করেছে পুলিশ।

আদালতের নির্দেশে ১ মাস ৫ দিন পর হিলিতে কবর থেকে নিহত সূর্যের লাশ উত্তোলন করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর-হিলি পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুনে পুড়ে নিহত আসাদুজ্জামান সূর্যের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ১ মাস ৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত আসাদুজ্জামান সূর্য বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর ছেলে।

এ সময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলার হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *