মোঃওয়াজ কুরনী
দিনাজপুর প্রতিনিধি
ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম’ এর সুশীতল ছায়াতলে এসে স্বেচ্ছায় সনাতন ধর্মাবলম্বী (হিন্দু ধর্ম) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তাফসীরুল কোরআন মাহফিলে একই পরিবারের ১০ জন সদস্য। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে ভাদুরিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মাজিদিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৯ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসীরুল কোরআন মাহফিলে বিএডিসি উপ প্রধান প্রকৌশলী মাহবুব আলম ডাবলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণের আমীর মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।
এতে প্রধান বক্তা হিসেবে আল কুরআন থেকে তাফসির বায়ান করেন প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি আমির হামজা। রাত এগারোটায় কুরআন মাহফিলে এক অভূতপূর্ব ঘটনা ঘটে। পার্শ্ববর্তী গ্রামের এক পরিবারের ১০ জন সনাতন ধর্ম অবলম্বী( হিন্দু) সদস্যরা মুফতি আমির হামজার কন্ঠে ইসলামের কালিমা পড়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং হুজুরের সাথে সবাই কালিমা তৈয়াবা এবং কালিমা শাহাদাৎ পাঠ করেন।
মুফতি আমির হামজা বলেন, ইসলাম একমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্ভূল কিতাব আল কোরআন যা মানুষকে সঠিক পথ দেখায়। আজকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন নিঃসন্দেহে তারা এতদিন ভূল পথে চলেছেন এবং ভ্রান্তের মধ্যে ছিলেন। আজ তারা সত্যর পথে এবং শান্তির ধর্মের সুশীতল ছায়াতলে এসেছেন আল্লাহ তাদের কবুল করুন!
যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা হলেন শ্রীমতি অজিতন (৭৫) বর্তমান মুসলিম আমিছা শ্রী কন্দল(৫০) বর্তমানে মুসলিম হযরত আলী, শ্রী ফেলানী (৪৫) বর্তমানে মুসলিম ফাতেমা খাতুন, রূপম কুমার(৩২) বর্তমানে মুসলিম হাসান মাহমুদ, শ্রী আগুন দাস(২০) বর্তমানে মুসলিম মোঃ আবীর হোসেন, শ্রীমতি বৃষ্টি (১৫ ) বর্তমানে মুসলিম ফারিয়া জান্নাত, টুপি রানী (২৭) বর্তমানে মুসলিম জামিলা খাতুন, শ্রী জয় (১০) বর্তমানে মুসলিম মোঃ জুনায়েদ, শ্রীমতি জয়া (৭) বর্তমানে মুসলিম নাম মোছাঃ হাসনাহেনা শ্রী মতি জ্যোতি(৬) বর্তমানে মুসলিম নাম মোছাঃ হুমায়র