শিক্ষিত হওয়ার আগে মানুষ হওয়া জরুরীবাংলাদেশ কিংবা বিশ্বের সবথেকে বড় বিদ্যাপিঠে

শিক্ষিত হওয়ার আগে মানুষ হওয়া জরুরীবাংলাদেশ কিংবা বিশ্বের সবথেকে বড় বিদ্যাপিঠে

পড়লেও যে তুমি মানুষ হবা ব্যাপারটা এমন না। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে। মনুষ্যত্বের শিক্ষা পাঠ্য বইয়ে লেখা থাকে না😰

ফজলুল হক বাসী,,,,,
উনি চোর ছিলো না! বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জেল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন, ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়,,, তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতা ও তার মা- বাবা কে মাসের আগা মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়!

এই অবস্থা আপনি আমি ও পাগল হয়ে যেতাম !
শোকে কষ্ট সে পাগল হয়ে বেড়ায়,,, বড় ভাই ছিলেন পুলিশের এসআই! তিনি তার শেষ অভিভাবক,, তাকে চিকিৎসা করায়! মরণ এসে তাকে তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পোড়া পাগলা টা!!!!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!

পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে,,,,,,, হয়তো খাবারের খোজে আসছিলো,,, আর চোর বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মারলেন!
পাগলের উপর শরীয়ত নাই!
এই নিষ্পাপ পাগল টারে এতো এতো কষ্ট দিয়া মারা হলো!!!! ও আল্লাহ তুমি ও কেমনে সহ্য করলা!!
ভাইটার তাজা প্রান ছিনিয়ে নিলো!

লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করা
কপি পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *