সার্জেন্ট টু যাত্রী : আস্সালামু আলাইকুম স্যার, কোথা থেকে এসেছেন?
যাত্রী : জিগাতলা
সার্জেন্ট : স্যার এই নিষিদ্ধ অটো রিক্সা নিয়ে এখানে কেন আসলেন?
যাত্রী : আমি নিয়মিত এখানে রিক্সা করে আসি।
সার্জেন্ট: স্যার এই ধরনের অটো ৫ তারিখের আগে কি এই সব এলাকায় চলতে দেখছেন?
যাত্রী : সে একটু ইংরেজিতেই বলা শুরু করলো, how will he survive? he is poor. And your responsibility to stop this রিক্সা.
সার্জেন্ট : dont you have any responsibility? I think that you are completely responsible for this crisis. If you don’t use this sort of auto, He cannot pull this auto on this busy road.
যাত্রী : he is poor. সে কি খাবে? তাদের কর্ম দিন আগে তারপর বন্ধ করুন।
সার্জেন্ট : i know he is poor, কিন্তু স্যার আপনি প্রতিদিন বাসায় গিয়ে ঝর তুলেন রাস্তায় অটো সয়লাব কেউ দেখার নাই। আপনি কেন তার জন্য কর্ম সংস্থান করছেন না?
যাত্রী : এটা আমার কাজ না।
সার্জেন্ট : আপনার যদি রিক্সা চালকের কর্ম সংস্থান তৈরির কাজ না হয়। সরকার কবে থেকে বাংলাদেশ পুলিশ কে দায়িত্ব দিলো রিক্সা চালকের কর্ম সংস্থান তৈরির?
সার্জেন্ট টু রিক্সা চালক:
ভাই আপনি এখানে কত দিন যাবৎ আসেন
চালক: স্যার ২ দিন। এর আগে কখনো আসতে পারতেন এই এলাকায় না স্যার। মহল্লায় চালাতাম।
সার্জেন্ট : এখন কেন আসলেন?
চালক : স্যারেরা এখন নিয়ে আসে।
সার্জেন্ট: এদিকে আসা নিষেধ আর আসবেন না এদিকে
।গ্যারেজে গিয়ে সবাইকে বলবেন প্রধান সড়কে অটো চালানো নিষেধ।
চালক : ঠিক আছে স্যার এদিকে আর আসবো না। সবাইকে বলে দিবো।
দোষ কাউকে না চাপিয়ে আসুন আমরা সবাই মিলে একসাথে সচেতন হই! দেশটা আমাদের গড়ার দ্বায়িত্ব আমাদের!