মোঃওয়াজ কুরনী
দিনাজপুর প্রতিনিধ
দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। এদিকে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
আজ রবিবার (২২) সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজারে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
হিলি বাজারের চাল বিক্রেতা মইনুল ইসলাম জানান, কয়েকদিন থেকে হঠাৎ করে চালের দাম বেড়েই চলেছে। সব ধরনের চাল কেজিতে ২ থেকে ৩ টাকা করে বেড়েছে। আগে আটাশ জাতের চাল খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৫৩ টাকা কেজি দরে আর এখন বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজি দরে। মিনিকেট জাতের চাল বিক্রি হয়েছিল ৬০ টাকা এখন বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজি দরে।
দাম বাড়ার বিষয়টি জানতে চাইলে বিক্রেতারা জানান, মিল মালিকরা বেশি দামে তাদের কাছে বিক্রি করছে যার কারনে দামটা বেড়েছে।
ছাদিকুল নামের এক ক্রেতা বলেন, হিলিতে আবারও বেড়েছে চালের দাম। কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। আমরা গরিব মানুষ, আমাদের জমিজমা নেই। তাই বারো মাসই চাল কিনে খেতে হয়। কিন্তু দাম যদি এতো বেশি হয় তাহলে আমরা কিনবো কি করে আর খাবই বা কেমন করে। আমি অন্তবর্তীকালীন সরকারের কাছে আবেদন করবো যে, আমাদের গরিব মানুষদের খাওয়া জিনিস নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন- চাল,তেল পেঁয়াজ, আদা,রসুন, ডাল ঝাল এসবের দাম কমিয়ে দিয়ে খাওয়ার সুযোগ করে দেওয়ার।