নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহৃত জুব্বা মোবারক। ইস্তাম্বুলের ফেইথ জেলায় হিরকা-ই শরিফ মসজিদে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পোশাক ফের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।অনেকে পোষাক মোবারাকটি দেখে কান্নায় ভেংগে পড়েন।গেল ১ হাজার ৪০০ বছর ধরে এটি যত্নসহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে।হযরত ওয়াইস করনী (র.) কে হযরত রসুল এ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাঠানো এই জুববা মোবারক তুরস্কে সংরক্ষিত আছে।