হাকিমপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

হাকিমপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ’—এই ভিশন নিয়ে দিনাজপুরের হাকিমপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বোয়ালদাড় স্কুল এন্ড কলেজের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বোয়ালদাড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন। তারা দাবি করেন, গত ১৬ বছরে আওয়ামী সরকার জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর অমানবিক জুলুম চালিয়েছে এবং দেশবরেণ্য আলেম-ওলামাদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করেছে।

সমাবেশে বক্তারা বলেন, “আসমান-জমিন যার, রাষ্ট্রীয় আইন চলবে তার”—এই ধারণাকে সামনে রেখে দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী দৃঢ়প্রতিজ্ঞ। তারা জানিয়ে দেন, মানবতার সেবা এবং দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করার জন্য তারা আল্লাহর সন্তুষ্টি লাভে প্রতিজ্ঞাবদ্ধ।

বোয়ালদাড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমির মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা মো. তাজুল ইসলাম এবং জেলা মজলিসের শুরা সদস্য ও হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম।

সমাবেশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, পৌর ও ইউনিয়ন যুব-বিভাগ, ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক উপস্থিতি ছিল। বক্তারা সম্মেলনের মাধ্যমে দেশ ও জনগণের জন্য জামায়াতে ইসলামীর পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। 

সমাবেশটি সম্পন্ন হওয়ার পর নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একসাথে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *