পদ্মা নদীতে যৌথ অভিযানে ড্রেজারসহ পাঁচজন নাটক।

পদ্মা নদীতে যৌথ অভিযানে ড্রেজারসহ পাঁচজন নাটক।

সিমান্ত মোল্লা:স্টাফ রিপোর্টার

একাধিক বার ড্রেজারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভিত্তিতে অবশেষে প্রশাসন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যৌথ অভিযান পরিচালনা করেছেন পদ্মানদীতে।

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি কাঁটার ড্রেজার জব্দসহ ৫ জনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা নদীর কুন্ডেরচর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলায়মান।

অভিযান  চলাকালীন যৌথভাবে  ছিলেন মাঝিরঘাট নৌ-পুলিশ ইনচার্জ মোঃ জসিম উদ্দিন। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ও তদন্ত অফিসার সুজন হক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জাজিরা উপজেলা পূর্ব নাওডোবা ইউনিয়নের ২ নং ওয়াডের হাজী অছিমদ্দিন মাদবর কান্দি এলাকার আয়নাল মাদবরের ছেলে বাবু মাদবর (২৪), একই এলাকার শহর আলী হাওলাদারের ছেলে গাজী হাওলাদার (৩১), পূর্ব নাওডোবা এলাকার নওয়াব খানের ছেলে ইয়াসিন খান (২৬), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার লেংগুদিয়া এলাকার সিদ্দিক গাজীর ছেলে জামাল গাজী (৩২), একই উপজেলার চরমইশা এলাকার রুস্তম হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৪০)৷ ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পদ্মা নদীর জাজিরার বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। স্থানীয়দের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোনের দ্বায়ে রফিক ফরাজী নামের এক ব্যক্তির একটি ড্রেজার জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় ৫ জনকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।

নৌ পুলিশ চাঁদপুর জোনের সার্কেল (এএসপি) মোঃ ইমতিয়াজ বলেন আমরা পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজারের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি নদীতে অবৈধভাবে ড্রেজার বালু উত্তোলন বন্ধ রাখতে আমরাও সক্রিয় হয়ে আছি। এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলায়মান বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দ্বায়ে একটি কাঁটার ড্রেজার জব্দের পাশাপাশি ৫ জনকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আমাদের এ অভিযোগ ড্রেজারের বিরুদ্ধে অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *