হিলিতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

হিলিতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

সত্যের খোঁজ আমরা

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। তিনি একইভাবে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকা দিয়ে প্রবেশের সময় বিজিবি তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী। আটক মিজানুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার বনগাঁও এলাকার ইসরাঈল আলীর ছেলে।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী বলেন, ৬ মাস আগে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে ভারত থেকে প্রাচীর টপকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করে। এসময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *