দিনাজপুরের হিলিতে ভারতে মহানবি (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুরের হিলিতে ভারতে মহানবি (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

ভারতে বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় দিনাজপুরের হিলি সীমান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হিলি গোডাউন মোড়ে মাদরাসার শিক্ষক-ছাত্র, স্থানীয় মুসল্লি ও ছাত্র সমাজ একত্রে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারমাথায় উপস্থিত হয়ে সমাবেশ করেন তারা।

বিক্ষোভকারী মুসল্লিরা, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, তুমি কে আমি কে বিশ্ব নবীর উম্মত, নবীর দুশমনের গালে জুতা মারো তালে তালে, ইসলামের শত্রু হুঁশিয়ার সাবধান, আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমাসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *