সিরাজগঞ্জ সদর আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবু গ্রেফতার

সিরাজগঞ্জ সদর আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবু গ্রেফতার

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু কে মৌলভীবাজার জেলার শহরতলীর সোনাপুর এলাকার মোঃ দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদেরকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

দীর্ঘ দিন ধরে তারা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এই বাসায় আত্নগোপনে ছিলেন বলে জানা যায়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-২ আসেনর সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী’র বিরুদ্ধে হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে স্কুল শিক্ষিকা থেকে কোটি কো‌টি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *