বাদীর জেরা-

বাদীর জেরা-

১। আপনি কি বিল্লুকে আপনার ঝাপি থেকে মাছ নিয়ে যেতে দেখছেন?

  • জ্বী।

২। দেখার পরেও আপনি চুপ করে বসেছিলেন?

  • না।

৩। বিল্লুকে তাড়া করেছিলেন?

  • জ্বী।

৪। ধরতে পারেননি?

  • না।

৫। বিল্লু আপনার চেয়ে বুদ্ধিমান এবং বেশি দৌঁড়াতে পারে।

  • সত্য নয়।

৬। বিল্লুকে তাড়া দেওয়ার সময়ে অন্য কেউ দেখেছে?

  • মনে পড়ছে না।

৭। আপনাকে বিল্লুকে তাড়া করতে দেখেছে এরকম কোনো সাক্ষী আছে আপনার কাছে?

  • না।

৮। আপনি বিল্লুকে মাছ চুরি করতে দেখেননি। তাড়াও করেননি।

— সত্য নয়।

৯। বিল্লু কী মাছ নিয়েছিল?

— রুই মাছ।

১০। বাজারে আপনি একাই কি রুই মাছ বিক্রি করেন?

  • না।

১১। আরও অনেকে রুই মাছ বিক্রি করে?

  • হ্যাঁ।

১২। অন্যদের মাছের চেয়ে আপনার মাছের চেহারা সাইজ আলাদা? অন্যদের মাছের সাথে মেলালে আপনার দোকানের মাছ আলাদা করা যায়?

  • না।

১৩। বিল্লুর কাছের যে রুইমাছ এরকম মাছ আপনি ছাড়াও আরও অনেকে বিক্রি করে?

  • হ্যাঁ।

১৪। বিল্লুর কাছের পাওয়া মাছটা আপনার দোকানের কিনা প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া তা যাচাই করার আর কোনো উপায় আছে?

  • না।

১৫। বিল্লুকে মাছ নিয়ে যেতে আপনি ছাড়া আর কেউ দেখেছে এরকম কোনো সাক্ষী কি আপনি কোর্টে উপস্থাপন করেছেন?

  • না।

পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বিল্লুর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিল্লুকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *